Monday, April 11, 2016



বর্তমান আধুনিক যুগে এখন শুধু সৌন্দর্য চর্চা কেবল মাত্র মেয়েদের মধ্যেই সীমাবদ্ধ নেই।এখন ছেলে মেয়ে উভয়ই সৌন্দর্য নিয়ে চিন্তা করে।আর তাই সৌন্দর্য চর্চা নিয়ে কিছু টিপস আজ ছেলে মেয়ে উভয়েরজন্যই।
পরিচিত কয়েকটা সমস্যা প্রায়শই আমাদের সৌন্দর্যকে পিছিয়ে রাখে ব্রণ, সানস্পট, ব্ল্যাকহেড্, বলিরেখা, ডার্ক সার্কেল, স্কিন খসখসে, নিস্তেজ চুল, পাফি আইজ নামক ছোটখাটো সমস্যাগুলো প্রতিনিয়ত দুশ্চিন্তায় ফেলে দেয় তবে কিছু সহজ সমাধান জানা থাকলে এসব সমস্যা কোনো ব্যাপারই না জেনে নিন সৌন্দর্য রক্ষার সঠিক কুড়ি টিপস শুধু মেয়েরাই নয় ছেলেরাও এই টিপস গুলো অনুসরণ করে সুফল পেতে পারেন


টিপস:-
যতটা পারেন রোদ থেকে বাঁচুন ছাতা এবং সানগ্লাস ব্যবহার করুনযখনই বাহিরে যাবেন সানস্ক্রিন ব্যবহার করুন

টিপস:-
যখনই সুইমিং পুল, সমুদ্রের ধারে বা বরফ পড়ে এমন জায়গায় যাবেন, তখনই সান স্ক্রিন লাগাবেন কারণ জল বা বরফে সূর্যরশ্মি বেশি প্রফলিত হয়

টিপস:-
তিল বেটে নিন অথবা গুড়ো করে নিন এতে সামান্য জল মিশিয়ে ছেঁকে নিন একটা সাদা রঙের তরল পাবেন সেটা মুখে লাগান, বিশেষ করে রোদে পোড়া জায়গায় লাগান ত্বক ফর্সা হয়ে যাবে

টিপস:-
ত্বকের রং আরও ফর্সা করার জন্য দই লাগান মুখে মিনিট কুড়ি রাখুন তারপরে ধুয়ে ফেলুন সপ্তাহে অন্তত তিন দিন এরকম লাগাতে হবে

টিপস:-
নিয়মিত দুধ দিয়ে মুখ ধুয়ে মুছে ফেললেও ত্বক ফর্সা হয়

টিপস:-
যদি আপনার অয়েলি স্কিন হয় তা হলে ত্বক আরো উজ্জল আরো ফর্সা করার জন্য নিন্মলিখিত পদ্ধতি অনুকরণ করুনঃ

লেবুর রস আর ডিমের ডিমের সাদা অংশ সম পরিমাণে মেশান তা মুখে লাগিয়ে রাখুন কুড়ি মিনিট এবং পরে ধুয়ে ফেলুন


টিপস:-
সারা গায়ের রং উজ্জল করতে বেসন, দই আর সামান্য হলুদ মিশিয়ে মিশ্রণ তৈরি করুন স্নানের সময় সাবানের বদলে এটি ব্যবহার করুন নিয়মিত

টিপস:-
অনেক সময় হাত, পা, হাঁটু, কনুই কালো হয়ে যায় ক্ষেত্রে আধ কাপ পেঁপের শাঁস, এক-চামচ তরমুজের রস, এক-চামচ লেবুর রস, আধখানা ডিমের সাদা অংশ, এক-চামচ মধু একসঙ্গে মিশিয়ে নিন যেখানে প্রয়োজন এই মিশ্রণটি লাগান শুকোতে দিন, তারপর ধুয়ে ফেলুন


টিপস:-
যদি আপনার ত্বক শুষ্ক হয়, দু চা-চামচ কাঁচা দুধ, দু চা-চামচ আলুর রস ঠান্ডা করে এটি ব্যবহার করুন ক্লিনজার হিসেবে



টিপস:- ১০
শুষ্ক ত্বকের ক্ষেত্রে চন্দন, মালাই আর সামান্য হলুদ একসঙ্গে মিশিয়ে মুখে লাগান ত্বক আরো উজ্জল এবং আরো ফর্সা হবে

টিপস:- ১১
এক চিমটে জাফরান, কাঁচা দুধে মিশিয়ে মুখে লাগান প্রত্যেকদিন পনেরো দিন ধরে

টিপস:- ১২
যাঁদের ত্বক তৈলাক্ত তাঁরা মুগের ডাল গুড়ো করে সামান্য জলে মিশিয়ে প্রত্যেক সপ্তাহে একদিন করে মুখ স্ক্রাব করুন কারণ ত্বকের উপরে মরা কোষের পরত জমে মুখের ত্বক কালো দেখায়

টিপস:- ১৩
তৈলাক্ত ত্বকের অধিকারীরা আরেকভাবে ফর্সা হতে পারেন এক চা-চামচ কমলালেবুর শুকনো খোসা গুড়ো, এক চা-চামচ মেথি গুড়ো, কমলালেবুর রস দিয়ে মেখে নিন এই মিশ্রণ মুখে গলায় লাগান পরে জল দিয়ে ধুয়ে ফেলুন

টিপস:- ১৪
আধ টুকরো পাকা কলা নিন ভাল ভাবে চটকে নিয়ে এতে কয়েক ফোঁটা শসার রস মেশান এরপর মুখে লাগান প্রায় আধা ঘন্টার মত ঠান্তা জলে ধুয়ে ফেলুন

টিপস:- ১৫
যাঁদের ত্বক শুষ্ক তাঁরা এক চা-চামচ লাল মুসূর ডাল গুড়ো রাতভর দুধে ভিজিয়ে রাখুন এরপর মুখে গলায় মাখুন বিশ মিনিট পরে ধুয়ে ফেলুন

টিপস:- ১৬
মেওয়া আর দুধ একসঙ্গে বেটে নিন রোজ দু মিনিট করে এই মিশ্রণ মুখে গায়ে মাসাজ করুন তারপর ধুয়ে ফেলুন শীতল জলে

টিপস:- ১৭
সারা গায়ের ত্বক উজ্জল করতে বেসন খাঁটি সরষের তেল একসঙ্গে মিশিয়ে স্নানের আগে সারা গায়ে মেখে নিন মাখানো আবস্থায় আধ ঘন্টা রেখে স্নান করে ফেলুন

টিপস:- ১৮
মধু আর কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন মিনিট পনেরো মধু যখন আপনার ত্বক উজ্জল করবে, লেবুর প্রাকৃতিক ব্লিচিং গুন ত্বককে করবে আরও ফর্সা

টিপস:- ১৯
লক্ষ্য করে থাকবেন অনেক ফর্সা লোকেরও ঠোঁটের রং কালচে কিন্তু সে জন্য কিছুমাত্র নিরাশ হবেন না কয়েক ফোঁটা পাতিলেবুর রস, মধু মাসাজ ক্রীম মিশিয়ে দিনে দু'বার ঠোঁটে মাসাজ করলে মাস খানেকের মধ্যেই সুফল পাবেন তবে ব্যবহারটা নিয়মিত নিষ্ঠার সাথে করতে হবে এভাবে চোখের নিচের কালিও অপসারিত হবে

টিপস:- ২০
হাতের কনুই, হাটু, পায়ের পাতার ত্বক কালো হলে খুব খারাপ দেখায় কালো ছোপ পড়ে, চামড়া শক্ত হয়ে যায় এই সমস্যা থেকে মুক্তি পেতে দু-চমচ লবন, দু-চামচ চিনি আর এক চামচ খাবার সোডা একটা কাঁচের বোতলে ভরে ফ্রিজে রেখে দিন প্রতিদিন পাতিলেবুর রস শসার রস বোতল থেকে অথবা মিশ্রণটি বের করে মিশিয়ে একটি প্যাক তৈরি করুন এবার কালো হয়ে যাওয়া অংশে লাগিয়ে রাখুন ২০ মিনিট এরপর ভাল করে জল দিয়ে ধুয়ে সামান্য ক্রিম দিয়ে মাসাজ করে নিন


তথ্যসূত্র -টেকোলাইফ

1 comment:

Healthymoy. Powered by Blogger.

''Good Health Good Life''


অতি প্রয়োজনীয়

Popular Posts

Blog Archive