Saturday, April 9, 2016



হৃদপিণ্ড যে শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ সেটি তো আর বলার অপেক্ষা রাখে না তাই হৃদপিণ্ডের রোগ নিয়ে দুশ্চিন্তায় থাকেন অনেকে তবে কিছু পদ্ধতি মেনে চললে হৃদপিণ্ডকে বেশ ভালো রাখা সম্ভব
স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলথ ডাইজেস্ট জানিয়েছে হৃদপিণ্ড ভালো রাখার কিছু সহজ উপায়
 
1.     হৃদপিণ্ড ভালো রাখার প্রথম শর্ত সোডিয়াম পরিমাণ মতো খাওয়া। সাধারণত একজন সুস্থ প্রাপ্ত বয়স্ক মানুষের ক্ষেত্রে দিনে দুই হাজার ৪০০ মিলিগ্রাম সোডিয়াম খেতে বলা হয়
2.     লবণে সোডিয়াম থাকে। প্রতিদিনের খাবারের ভেতর দিয়েই এই সোডিয়াম গ্রহণ করতে হয়। তবে বেশি লবণ খাওয়া উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়। উচ্চ রক্তচাপ থাকলে হৃদরোগের আশঙ্কা বাড়ে। তাই রান্নার সময় পরিমাণমতো লবণ ব্যবহার করুন
3.     চর্বি খেতে হবে, তবে সেটা যেন খারাপ চর্বি না হয়। লাল মাংস, ভাজাপোড়া খাবার এগুলোর চর্বি বা তেল কিন্তু ভালো হয় না। ভালো চর্বি পেতে বাদাম খান
4.     ব্যায়াম করুন নিয়মিত। ব্যায়াম হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়। প্রতিদিন ৩০ মিনিট করে সপ্তাহে অন্তত পাঁচ দিন হাঁটুন 

0 comments:

Post a Comment

Healthymoy. Powered by Blogger.

''Good Health Good Life''


অতি প্রয়োজনীয়

Popular Posts

Blog Archive