ত্বকের
যত্ন-আত্তিতে গ্লিসারিন বেশ উপকারী, যার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া
নেই। ত্বকের যেকোনো সমস্যার সমাধানে এটি খুবই কার্যকরী। বোল্ডস্কাই ওয়েবসাইটে ত্বকের যত্নে গ্লিসারিন ব্যবহারের কিছু দিক তুলে ধরা হয়েছে।
চলুন,
একনজরে
জেনে
নিই
গ্লিসারিন
আপনার
ত্বক
এবং
চুলের
যত্নে
কতটা
প্রয়োজনীয়
:
বলিরেখা দূর করে
এক
চা
চামচ
গ্লিসারিনের
সঙ্গে
এক
চা
চামচ
মধু
ও
ডিমের
সাদা
অংশ
মিশিয়ে
প্যাক
বানিয়ে
মুখে
লাগান। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে মুখের বলিরেখা দূর হবে।
ত্বকের...
Tuesday, December 13, 2016
9:08:00 AM
Kabbomoy
প্রতিদিনের স্বাস্থ্য, মন ও মনোজগত, স্বাস্থ্য টিপস
No comments
আমাদের
মধ্যে
অনেকেই
রয়েছেন
যাদের
কোন
কিছু
মনে
থাকে
না। আবার এমন কিছু ব্যক্তি রয়েছে, যারা কোন কিছু খুব বেশি দিন মনে রাখতে পারেন না। এমন সমস্যা মূলত দূর্বল স্মৃতিশক্তির কারণে হয়ে থাকে।
সেগুলো
হলো-
১. ইখলাস বা আন্তরিকতাঃ
যে
কোনো
কাজে
সফলতা
অর্জনের
ভিত্তি
হচ্ছে
ইখলাস
বা
আন্তরিকতা। আর ইখলাসের মূল উপাদান হচ্ছে বিশুদ্ধ নিয়ত। নিয়তের বিশুদ্ধতার গুরুত্ব সম্পর্কে উস্তাদ খুররাম মুরাদ বলেন, “উদ্দেশ্য বা নিয়ত হল আমাদের আত্মার মত অথবা বীজের ভিতরে থাকা...
Subscribe to:
Posts (Atom)