Saturday, April 9, 2016

এ্যাম্বুলেন্স
সরকারী-বেসরকারী হাসপাতালের এ্যাম্বুলেন্স সার্ভিস এবং শুধুমাত্র এ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে থাকে এমন প্রতিষ্ঠানগুলো রোগী ও লাশ পরিবহনে সেবা দিয়ে যাচ্ছে। সরকারী হাসপাতালের এ্যাম্বুলেন্সগুলোতে সুযোগ-সুবিধার ঘাটতি থাকলেও বেসরকারী হাসপাতাল ও শুধুমাত্র এ্যাম্বুলেন্স সার্ভিস দেয় এমন প্রতিষ্ঠানের এ্যাম্বুলেন্স গুলোতে অক্সিজেন, প্রাথমিক চিকিৎসা, রক্ত প্রদানের ব্যবস্থাসহ শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে।
 
সার্ভিস এলাকা
  • শুধুমাত্র ঢাকার অভ্যন্তরে সার্ভিস দিয়ে থাকে এমন প্রতিষ্ঠানগুলো হল হৃদরোগ হাসপাতাল এ্যাম্বুলেন্স, ঢাকা মেডিকেল এ্যাম্বুলেন্স সার্ভিস, আদ্ব-দ্বীন এ্যাম্বুলেন্স সার্ভিস, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এ্যাম্বুলেন্স সার্ভিস, মেডিনোভা মেডিকেল সার্ভিস লিঃ এর এ্যাম্বুলেন্স সার্ভিস।
  • স্কয়ার হাসপাতাল এ্যাম্বুলেন্স সার্ভিস, লাশবাহী ফ্রিজার ভ্যান (জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল), কার্ডিয়াক এ্যাম্বুলেন্স সার্ভিস, আলিফ এ্যাম্বুলেন্স ও আল মারকাজুল ইসলাম এ্যাম্বুলেন্স সার্ভিসের এ্যাম্বুলেন্সগুলো ঢাকাসহ সারাদেশে রোগী ও লাশ পরিবহনে সেবা দিয়ে থাকে।
ভাড়া পদ্ধতি
  • এ্যাম্বুলেন্স সার্ভিসের প্রতিষ্ঠানে গিয়ে বা নির্ধারিত ফোন নম্বরে ফোন করে এ্যাম্বুলেন্স ভাড়া করা যায়।
  • ফোন করে ঠিকানা জানালে এ্যাম্বুলেন্স পৌঁছে যায়।
  • যেকোন সময়ই এ্যাম্বুলেন্স ভাড়া করা যায়। এই প্রতিষ্ঠানগুলো রোগীদের সেবায় ২৪ ঘন্টাই সার্ভিস দিয়ে থাকে।
  • হরতাল, অবরোধ ও অন্যান্য সরকারী ছুটির দিনগুলোতে ভাড়ার হারের কোন তারতম্য হয় না।
ভাড়ার হার
  • হৃদরোগ হাসপাতাল এ্যাম্বুলেন্স ঢাকার মধ্যে ব্যবহারে এসি গাড়ির জন্য ৫০০ টাকা ও নন এসি গাড়ির জন্য ৩০০ টাকা ভাড়া দিতে হয়।
  • লাশবাহী ফ্রিজার ভ্যানের প্রতি ঘন্টায় চার্জ দিতে হয়। ঢাকার মধ্যে প্রতি ঘন্টার চার্জ ১,০০০ টাকা, ঢাকার বাইরের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ৪৫ টাকা হারে ভাড়া দিতে হয়। এক্ষেত্রে নির্দিষ্ট গন্তব্য থেকে ঢাকায় ফিরে আসার ভাড়াও পরিশোধ করতে হয়। প্রতি ঘন্টা বিলম্বের জন্য ১,০০০ টাকা বিলম্ব ফি দিতে হয়।
  • সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এ্যাম্বুলেন্স সার্ভিস ও ঢাকা মেডিকেল এ্যাম্বুলেন্স সার্ভিসে ঢাকার মধ্যে ৩০ কিলোমিটারের জন্য সর্বনিম্ন ভাড়া ৩০০ টাকা। এর পর প্রতি কিলোমিটারের জন্য ১০ টাকা হারে ভাড়া দিতে হয়।
  • আল মারকাজুল ইসলাম এ্যাম্বুলেন্স সার্ভিস সেবামূলক প্রতিষ্ঠান হওয়ায় ভাড়ার নির্ধারিত চার্জ নেই। এক্ষেত্রে সেবাগ্রহনকারীগণ বিবেচনা করে ভাড়া দিয়ে থাকেন।
  • আদ-দ্বীন এ্যাম্বুলেন্স সার্ভিসে সেবার জন্য ঢাকা মহানগরীর মধ্যে ২৬০ টাকা দিতে হয়। এছাড়া গরীব রোগীদের ফ্রি পরিবহনে সহায়তা করে থাকে।
  • কার্ডিয়াক এ্যাম্বুলেন্স সার্ভিসে ইব্রাহিম কার্ডিয়াক রোগীদের ১০% ডিসকাউন্ট দেয়া হয়। এক্ষেত্রে ব্রীজ ও ফেরী ভাড়া রোগী কর্তৃপক্ষকে পরিশোধ করতে হয়। বুকিংয়ের সময় ২৫% ও যাত্রার পূর্বে বাকি ৭৫% পরিশোধ করতে হয়। যাত্রা বাতিল করলে বুকিংয়ের ২৫% থেকে ১৫% কেটে রাখা হয়।

  • কার্ডিয়াক এ্যাম্বুলেন্স সার্ভিসের ভাড়ার হার
কার্ডিয়াক এ্যাম্বুলেন্স সার্ভিস এর চার্জ ও নিয়মাবলী
বিষয়
নিয়ম
চার্জ (টাকা)
১) কার্ডিয়াক এ্যাম্বুলেন্স সদস্য-আজীবন সদস্য শুধুমাত্র ঢাকা শহরের জন্য প্রতি ট্রিপ ২,০০০ টাকা মাত্র
১০,০০০
২) কার্ডিয়াক এ্যাম্বুলেন্স সদস্য-বাৎসরিক সদস্য (নবায়নযোগ্য) শুধুমাত্র ঢাকা শহরের জন্য প্রতি ট্রিপ ২,০০০ টাকা মাত্র
৩,০০০
৩) কার্ডিয়াক এ্যাম্বুলেন্স সার্ভিস (অন্যান্য সদস্যদের জন্য) ১০ কি. মি. রেডিয়াসের মধ্যে ডাক্তার প্রতি কলের জন্য
৩,০০০
৪) কার্ডিয়াক এ্যাম্বুলেন্স সার্ভিস প্রতি কি.মি/ মাইল (১০ কি.মি উর্দ্ধে) উভয় পথের জন্য প্রযোজ্য
৬৫
(প্রতি কি.মি)  
৫) কার্ডিয়াক এ্যাম্বুলেন্স ডাক্তার (ঢাকার মধ্যে)
প্রতি কলের জন্য
১,০০০
৬) কার্ডিয়াক এ্যাম্বুলেন্স ডাক্তার (ঢাকার বাইরে)
২,০০০
৭) কার্ডিয়াক এ্যাম্বুলেন্স অপেক্ষমান চার্জ গন্তব্যে পৌঁছার আধ ঘন্টা পর হতে কার্যকর হয়
৫০০
(প্রতি ঘন্টা)

জেনারেল এ্যাম্বুলেন্স ও মৃতদেহ বাহী এ্যাম্বুলেন্স সার্ভিস-এর চার্জ ও নিয়মাবলী

ঢাকা শহরের মধ্যে
মন্তব্য
চার্জ (টাকা)
১) ৬ কি.মি. রেডিয়াসের মধ্য সকল ব্রীজ ও ফেরী ভাড়া বা টোল রোগী কর্তৃক পরিশোধ করতে হয়।
৮০০
২) ৮ কি.মি. রেডিয়াসের মধ্য
১,০০০
৩) ১৫ কি.মি. রেডিয়াসের মধ্য
-
১,৫০০
ঢাকা শহরের বাইরে
১) ৬ কি. মি. রেডিয়াসের মধ্য
প্রতি কল তার হতে কিঃ মিঃ মিটারে প্রযোজ্য
১,৫০০
২) প্রতি কি.মি. ভাড়া (যে সকল জেলায় সিএনজি বিদ্যমান) কি.মি/মাইল (উভয় পথের জন্য প্রযোজ্য কি.মি. রেডিয়াসের পর থেকে প্রযোজ্য)
৩) প্রতি কি.মি. চার্জ (যে সকল জেলায় সিএনজি নাই)
৮০০
৪) অপেক্ষমান চার্জ
গন্তব্যে পৌঁছানোর আধা ঘন্টা পর কার্যকর হয়
১২
(প্রতি কি.মি)
৫) সাধারণ এ্যাম্বুলেন্স (অক্সিজেন সহ)
১ ঘন্টা পর্যন্ত ফ্রি
১৪
(প্রতি কি. মি.)

বি: দ্র:- ৬ কিলোমিটার রেডিয়াসের মধ্যে মানে হলো শাহবাগ ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ  ইনস্টিটিউট থেকে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ যেকোন দিকে তিন কিলোমিটার যাওয়া ও আসাকে বোঝায়।

  • আলিফ এ্যাম্বুলেন্স সার্ভিসের ভাড়ার হার
ঢাকার ভিতরের এ্যাম্বুলেন্সের ভাড়া তালিকা নিচে দেয়া হল

স্থানের নাম
ভাড়া
এসি
নন এসি
গুলশান
১,০০০
৮০০
ধানমন্ডি
১,০০০
৮০০
বনানী, বারিধারা
১,০০০
৮০০
মোঃপুর, সূত্রাপুর, ওয়ারী
১,০০
৮০০
উত্তরা, শনিরআখড়া
২,০০০
১,৫০০
যাত্রাবাড়ি, লালবাগ
১,০০০
৮০০
নারায়ণগঞ্জ
৩,০০০
২,০০০

ঢাকা শহরের বাইরে দূরত্ব ভেদে এ্যাম্বুলেন্সের ভাড়ার তালিকা দেয়া হল

শহরের নাম/ জেলার নাম

ভাড়া
এসি
নন এসি
চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী,
খুলনা, নেত্রকোনা, হবিগঞ্জ।
৮,০০০
৭,০০০
ময়মনসিংহ, নরসিংদি
৫,০০০
৪,০০০
বরিশাল
১০,০০০
৮,০০০

বিঃ দ্রঃ গাজীপুর চৌরাস্তার আগে বা পরে ৫ কিঃ মিঃ এর ভিতরে হলে এসি এ্যাম্বুলেন্স ভাড়া ৩,০০০ টাকা এবং নন এসি এ্যাম্বুলেন্স ভাড়া ২,৫০০ টাকা।

  • মেডিনোভা সার্ভিসেস লিঃ এর এ্যাম্বুলেন্স ভাড়া
এলাকা
ভাড়া (টাকা)
গুলশান
৫০০
ধানমন্ডি
৩০০
বনানী
৫০০
বারিধারা
৫০০
উত্তরা
১,০০০
মোহাম্মদপুর
৩০০
মিরপুর
৬০০
ওয়ারী, সূত্রাপুর, লালবাগ, যাত্রাবাড়ি
১,০০০

  • স্কয়ার হাসপাতাল এ্যাম্বুলেন্স সার্ভিসের ভাড়ার হার                                                                                                                                                                      
  • ঢাকার ভিতরে ভাড়া নির্ধারণ করার ক্ষেত্রে লেভেল – ১ ও লেভেল – ২ তে এলাকাগুলোকে ভাগ করা হয়েছে।

লেভেল- ১ অন্তর্ভুক্ত এলাকা
লেভেল- ২ অন্তর্ভুক্ত এলাকা
এলাকার নাম
ভাড়ার হার (টাকা)
এলাকার নাম
ভাড়ার হার (টাকা)
বনানী
২,৫০০
ধানমন্ডি
১,৮০০
উত্তরা
২,৫০০
মোহাম্মদপুর
১,৮০০
বারিধারা
২,৫০০
মিরপুর
১,৮০০
আব্দুল্লাহপুর
২,৫০০
তেজগাঁও
১,৮০০
গুলশান
২,৫০০
ওয়ারী
১,৮০০
মহাখালী
২,৫০০
লালবাগ
১,৮০০
ক্যান্টনমেন্ট
২,৫০০
যাত্রাবাড়ী
১,৮০০

ঢাকা থেকে বিভিন্ন জেলা শহরের ভাড়া

গন্তব্যস্থল
ভাড়ার হার
(টাকা)
চট্টগ্রাম
২৮,০০০
সিলেট
৩৪,০০০
রাজশাহী
২৮,৫০০
রংপুর
৩৪,০০০
খুলনা
৩৪,০০০
বরিশাল
২৯,০০০
ময়মনসিংহ
২২,৫০০
ভাড়া পরিশোধ
  • নগদ টাকায় ভাড়া পরিশোধ করে রশিদ সংগ্রহ করতে হয়।
  • চালকদের বকশিস প্রদানে কোন বাধ্যবাধকতা নেই।
  • স্কয়ার হাসপাতাল এ্যাম্বুলেন্স সার্ভিসের এ্যাম্বুলেন্স সেবা পেতে  ৮০% টাকা অগ্রিম পরিশোধ করতে হয়। এখানে চেকের মাধ্যমেও বিল পরিশোধ করা যায়।
  • আল-মারকাজুল ইসলাম এ্যাম্বুলেন্স সার্ভিসে অক্সিজেনের জন্য আলাদা চার্জ দিতে হয়। আদ-দ্বীন এ্যাম্বুলেন্স সার্ভিসকে অক্সিজেনের জন্য বাড়তি ১,০০০ টাকা চার্জ দিতে হয়।
  • কার্ডিয়াক এ্যাম্বুলেন্স সার্ভিসের সেবা পেতে ফোন করে বুকিংয়ের সময় রোগীর কার্ডিয়াক সংক্রান্ত যাবতীয় তথ্য প্রদান করতে হয়। অন্য হাসপাতালে ভর্তি থাকলে রোগীর কেস সামারী সাথে আনতে হয়।
  • ঢাকা মেডিকেল এ্যাম্বুলেন্স সার্ভিসের সেবা পেতে দুপুর ২ টার আগে যানবাহন শাখার এই নম্বরে ০১৯১১-২৬৯৪৪৯ ও দুপুর ২ টা পরে জরুরী বিভাগের এই নম্বরে ৮৬২৬৮১৩ এক্স ২৭৪০ ফোন দিতে হয়।
সুযোগ-সুবিধা
  • সাধারণত এসকল এ্যাম্বুলেন্সগুলোতে রোগীর বেড ছাড়া ৭-৮ জন বসার ব্যবস্থা থাকে। তবে আদ-দ্বীন এ্যাম্বুলেন্স সার্ভিস, হৃদরোগ হাসপাতাল এ্যাম্বুলেন্স, সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ এ্যাম্বুলেন্স সার্ভিস, মেডিনোভা মেডিকেল সার্ভিসের এ্যাম্বুলেন্স ও স্কয়ার হাসপাতাল এ্যাম্বুলেন্স সার্ভিসের এ্যাম্বুলেন্স গুলোতে ৩-৪ জন স্বজন বসার ব্যবস্থা রয়েছে। আদ-দ্বীন এ্যাম্বুলেন্স সার্ভিসের পরিবহনে ৪৬টি এ্যাম্বুলেন্স রয়েছে।
  • স্কয়ার হাসপাতালের এ্যাম্বুলেন্সের গাড়িগুলো মার্সিডিস ভেঞ্চের। এই এ্যাম্বুলেন্স গুলোতে অক্সিজেন, রক্ত প্রদান, শীতাতপ নিয়ন্ত্রণসহ রোগীর জন্য সব ধরনের সাপোর্ট রয়েছে। স্কয়ার হাসপাতালের এ্যাম্বুলেন্সে লাশ পরিবহন করে না।
  • গভীর রাতে বা খুব ভোরে ফোন করে স্কয়ার হাসপাতালের এ্যাম্বুলেন্স সুবিধা পেতে বিলম্ব হয়ে থাকে।
ঢাকার কয়েকটি এ্যাম্বুলেন্স সার্ভিস
· হৃদরোগ হাসপাতাল এ্যাম্বুলেন্স ·  স্কয়ার হাসপাতাল অ্যাম্বুলেন্স সার্ভিস · লাশবাহী ফ্রিজার ভ্যান · ঢাকা মেডিকেল এ্যাম্বুলেন্স সার্ভিস · কার্ডিয়াক এ্যাম্বুলেন্স  সার্ভিস · আলিফ এ্যাম্বুলেন্স সার্ভিস · আল মারকাজুল ইসলাম এ্যাম্বুলেন্স সার্ভিস · আদ দ্বীন এ্যাম্বুলেন্স সার্ভিস · সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ এ্যাম্বুলেন্স সার্ভিস

হাসপাতালের নাম
যোগাযোগ
আল মাজহারুল ইসলাম এম্বুলেন্স ৮১২৫৫৪৯, ৯১২৭৮৬৭, ৮১১৪৯৮০
আনজুমান মফিজুল ইসলাম ৯৩৩৬৬১১, ৭৪১১৬৬০, ৭৪১০৭৮৬
আপনজন এম্বুলেন্স ৯১২৫৪২০
বারডেম ৯৬৬১৫৫১-৬০, ৮৬১৬৬৪১-৫০ এক্স-২৩০১
ঢাকা আই হাসপাতাল ৮০১৪৪৭৬
সিটি কর্পোরেশন ৯৫৫৬০১৪, ৯৫৫৬০১৮৬, ৯৫৫৭১৮৬-৮৭
মিরপুর কন্ট্রোল রুম ৯০০৪৭৩৪
সি এম এইচ ৯৮৭১৪৬৯, ৯৮৭০০১১
ডে নাইট এম্বুলেন্স ৯১২৩০৭৩, ৮১২২০৪১
ঢাকা মেডিকেল ৮৬২৬৮১২
ফায়ার সার্ভিস এম্বুলেন্স ৯৫৫৬৬৬৬, ৯৫৫৫৫৫৫
গ্রীন এম্বুলেন্স ৯৩৩৪১২১, ৮৬১২৪১২
হাড হাসপাতাল ৯৮০১৭৪, ৯৮০৩৩০২
হলি ফ্যামিলি ৯১১৩৫১২, ৯৩১১৭২১-২৫
কলেরা হাসপাতাল ৮৮১১৭৫১-৬০
লাইফ লাইন ৮১৫৫৫৫০-২
মেডিনোভা ৮১১৩৭২১, ৯১২০২৮৮, ৯১১৬৮৫১
মনোয়ারা হাসপাতাল ৮৩১৮১৩৫, ৮৩১৯৮০২
জাতীয় হার্ট ইনষ্টিটিউট ৯১২২৫৬০-৭২
পিজি হাসপাতাল ৮৬১৪০০১-৫, ৮৬১৪৫৪৫-৯, এক্স ৪৬৯
প্রাইম হাসপাতাল ৯৫৬২২৬৭, ৯৫৫৯৮৬২
রাফা এ্যাম্বুলেন্স ৯১১০৬৬৩
রেড ক্রিসেন্ট এ্যাম্বুলেন্স ৯১১৩৫১২, ৮৩১১৭২১-২৫
সলিমুল্লাহ মেডিকেল ৭৩১৯০০২-৬
শহীদ সোহরাওয়ার্দি হাসপাতাল ৯১৩০৮০০, ৯১২২৫৬০-৬৯
শেফা এম্বুলেন্স ৯১১১৭৫৮, ৮১১০৮৬৪
শিশু হাসপাতাল ৮১১৬০৬১-২, ৮১১৪৫৭১-২
সাউথ এশিয়ান হাসপাতাল ৮৬১৬৫৬৫, ৯৬৬৫৮৫২

0 comments:

Post a Comment

Healthymoy. Powered by Blogger.

''Good Health Good Life''


অতি প্রয়োজনীয়

Popular Posts

Blog Archive