Wednesday, April 27, 2016


"ডায়রিয়া বা পাতলা পায়খানা কনটেন্টটিতে ডায়রিয়া কাকে বলে, ডায়রিয়ার কারণ, ডায়রিয়া হলে করণীয়, ডায়রিয়া হলে যা করা যাবে না, স্যালাইন বানানো খাওয়ার নিয়ম, কখন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, চিকিৎসার জন্য যোগাযোগ, ডায়রিয়া প্রতিরোধে করণীয় এসব বিষয়ে বর্ণনা করা হয়েছে।"
বাংলাদেশে শিশু-মৃত্যুর অন্যতম প্রধান কারণ হলো ডায়রিয়া। পায়খানায় শুধু মল পানি থাকলে তাকে ডায়রিয়া বা পাতলা পায়খানা  এবং পাতলা পায়খানার সাথে রক্ত গেলে তাকে আমাশয় বলে। অধিকাংশ ডায়রিয়ায় ওষুধ প্রয়োজন পড়ে না। শুধু খাবার স্যালাইনেই সারে। ডায়রিয়া হলে শরীর থেকে পানি লবণ জাতীয় পদার্থ বেরিয়ে গিয়ে পানি স্বল্পতা দেখা দেয়। ডায়রিয়ার সঙ্গে কখনো কখনো জ্বর, বমি কিংবা পেটের ব্যথাও হতে পারে


Saturday, April 23, 2016



ফেব্রুয়ারি মাসের তারিখ বিশ্বক্যান্সার দিবস। ১৯৩৩ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। জাতিসংঘ, বিশ্বস্বাস্থ্য সংস্থা, বিভিন্ন স্বাস্থ্য সংগঠন এবং বিভিন্ন দেশ সরকারিভাবে দিবসটি পালন করে। বর্তমানে ‘‘ইউনিয়ন অব ইন্টারন্যাশনাল ক্যান্সার কনট্রোল (UICC)’’-এর তত্ত্বাবধানে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। ১২০ দেশের ৪০০ সংস্থা ইউআইসিসি-এর সদস্য। বছর বিশ্ব ক্যান্সার দিবসের প্রতিপাদ্য বিষয় ‘‘ Cancer Did you know?’’


Life is beautiful for the believers,
The hereafter is beloved to the pious;
They are the only happy ones.

গোলাপ কার না ভালো লাগে? গোলাপের মোহনীয় গন্ধ সবার মন কেড়ে নেয়। কবির কথায়, গোলাপ তুলতে গিয়ে কাঁটার খোঁচা খেয়ো, বেশ ভালো কথা; কিন্তু পদ্মফুল তুলতে গিয়ে বৃথা সময় নষ্ট কোরো না। গোলাপের মনোহারী রূপ-রহস্য নিয়ে অনেক গল্প আছে। তারপরও গোলাপ কারো কারো ভালো লাগে না। গোলাপের গন্ধ অনেকে সহ্য করতে পারে না। গোলাপ দেখলেই হাঁচি-কাশি শুরু হয়ে যায়। গোলাপ দেখলেই সে মুখ ফিরিয়ে নেয়। একে আমরা ডাক্তারি ভাষায় বলি অ্যালার্জি

Saturday, April 16, 2016



ইলেকট্রনিক সিগারেট বা -সিগারেট ব্যাটারি চালিত এক ধরনের যন্ত্র তো এই জিনিস দিয়ে কী হয়? যারা ধূমপান ছেড়ে দিতে চান তারা দুধের স্বাদ ঘোলে মেটাতেই এই -সিগারেট পান করেন কি থাকে এই -সিগারেটের ভেতর?
ইলেকট্রনিক সিগারেটের ভেতরে থাকে নিকোটিনের দ্রবণ যা ব্যাটারির মাধ্যমে গরম হয়। এর ফলে ধোঁয়া তৈরি হয়। এটি মস্তিষ্কে ধূমপানের মতো অনুভূতির সৃষ্টি করে। গত কয়েক বছর ধরে সারা বিশ্বে ইলেকট্রনিক সিগারেটের প্রচলন বেড়েছে। তবে ইউরোপসহ বিশ্বের কয়েকটি দেশে এই সিগারেট নিষিদ্ধ করা হয়েছে
 

সামান্য জ্বর, কাশি? তাতেও অ্যান্টিবায়োটিক কথায় কথায় অ্যান্টিবায়োটিক ব্যবহারে অনেক ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের প্রতিরোধ ক্ষমতাও কমে যাচ্ছে এতেই স্বাস্থ্যহানির ঝুঁকিতে পড়ছে রোগীরা
বিভিন্ন অলিগলির দোকানিরাও এখন ডাক্তার! দোকানদাররা শুধু অ্যান্টিবায়োটিক দিয়েই ক্ষতিসাধন করেন না, বেশির ভাগ সময় তারা অ্যান্টিবায়োটিকের কোনো কোর্স না দিয়ে দুই-এক ডোজ প্রদান করেন। যেটা রোগীর জন্য মারাত্মক ক্ষতিকর বলে দেশের বিশেষজ্ঞরা মনে করেন


Healthymoy. Powered by Blogger.

''Good Health Good Life''


অতি প্রয়োজনীয়

Popular Posts

Blog Archive